
Institution
মাদরাসার ইতিহাস :
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি আদর্শ সন্তান
হলো
দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ। আজকের সমাজে
সবচেয়ে বড় অভাব হলো নৈতিকতা সম্পন্ন আদর্শবান মানুষের। আর আদর্শবান মানুষ তৈরির জন্যই চাই সু-শিক্ষা।
সু-শিক্ষা ব্যতীত
আদর্শবান মানুষ কল্পনা-ই করা যায় না কোনোভাবে। এর জন্য প্রয়োজন শিক্ষা বান্ধব অনুকূল পরিবেশ।
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ
সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় সাড়া দিয়ে সৃজনশীলতাই আমাদের লক্ষ্য এই
শ্লোগানকে সামনে নিয়ে ২০১৭ সাল
থেকে
প্রতিষ্ঠা লাভ করে সর্বমহলে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে শিক্ষা বান্ধব পরিবেশে আপনাদের হাতের নাগালে
সেরা
মানের
আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান "মিছবাহুল উম্মাহ মডেল মাদরাসা।" যার শিক্ষা কার্যক্রম চলছে
প্লে থেকে ১০ম শ্রেণি
পর্যন্ত। রয়েছে
হিফযুল কুরআন শাখাও। আপনার সন্তান দেশের সম্পদ, আমাদের অহংকার ও জাতির ভবিষ্যত। তাকে উত্তম শিক্ষা দিয়ে গড়ে
তোলার দায়িত্ব নিয়ে এগিয়ে চলছি আমরা, যে শিক্ষা দুনিয়া ও আখিরাতে উপকারে আসবে; বাঁচাবে তাকে এবং আপনাকেও।
মহান
আল্লাহ আমাদের এ প্রচেষ্টা কবুল করুন।
Mission & Vision
লক্ষ্য : খাঁটি মুসলিম, প্রকৃত দেশ প্রেমিক ও বিশ্বমানের যোগ্যতা অর্জন।
উদ্দেশ্য : আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানবতার কল্যাণে খিদমত, দুনিয়ার শান্তি ও
আখিরাতের মুক্তি।